সহকারী কমিশনার আসিফ জিভালের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর মামলা

আরো পড়ুন

পঞ্চগড়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আলী জিভালের বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক নির্যাতন ও মানসিক হেনস্তার অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী দেওয়ান স্বীকৃতি রহমান চৈতী। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

চৈতীর অভিযোগ, বিয়ের এক মাসের মাথায় গাড়ি কেনার অজুহাতে জিভাল তার কাছে ২৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দেওয়ায় শুরু হয় নির্যাতন। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের এপ্রিল ও নভেম্বরে দু’বার যশোরে বাবার বাড়িতে তাকে মারধর করা হয়। ওই সময় তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি যশোর কোতোয়ালি থানায় মামলা (নং-৩১/১০৩) করেন চৈতী।

২০২৪ সালের ১৬ মার্চ ৫০ লাখ টাকা দেনমোহরে চৈতী ও জিভালের বিয়ে হয়। দু’জনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। চৈতীর দাবি, বিয়ের পর থেকেই তার স্বামী ‘পল্লবী’ নামের এক বিবাহিত নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় তার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। এমনকি সরকারি পদ ব্যবহার করে তাকে হেনস্তার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

চৈতী জানান, পঞ্চগড়ের জেলা প্রশাসককে লিখিতভাবে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বাধ্য হয়ে তিনি ২ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগ অস্বীকার করে আসিফ জিভাল বলেন, “পরিস্থিতির শিকার হয়ে চৈতীকে বিয়ে করতে হয়েছিল। কখনো স্বামী-স্ত্রীর মতো জীবন যাপন করিনি।” তিনি আরও দাবি করেন, চৈতীর মামলায় যেসব সময় উল্লেখ করা হয়েছে, সে সময় তিনি প্রশিক্ষণে ছিলেন।

চৈতীর আইনজীবী তাহমিদ আকাশ জানান, “যশোর থানায় অভিযোগ দিলে তা মামলা হিসেবে রেকর্ড হয়। কিন্তু তিনবার তারিখ পার হলেও চার্জশিট দাখিল হয়নি। পুলিশ এখনও আসামিকে গ্রেপ্তার করেনি—এটি অত্যন্ত দুঃখজনক।”

আরো পড়ুন

সর্বশেষ