সমাবেশে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

আরো পড়ুন

জাতীয় সমাবেশে অংশ নিতে ঢাকায় যাচ্ছিলেন জামায়াত নেতা ও দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ (৫২)। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টায় ফরিদপুরের ভাঙ্গা মোড়ে রয়্যাল পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন জামায়াত কর্মী আনিসুর রহমান ও ইকবাল হোসেন। তারা বর্তমানে ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির ব্যানার ঠিক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
মাওলানা আবু সাঈদ খুলনার চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার শিক্ষক ছিলেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ