মহেশপুর সীমান্তে অস্ত্রসহ মোটরসাইকেল উদ্ধার, পালিয়ে গেলো এক যুবক

আরো পড়ুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একাধিক অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান, ছয় রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন মাঠিলা বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়। জেসিও-৮৯০২ সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ৫১/৬-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের ভেতরে জুলুলী গ্রামের ড্রাগন ফল বাগানের পাশের পাকা রাস্তায় অবস্থান নেয়।

অভিযানের সময় একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করলে চালক লিটন মিয়া নামের এক যুবক দ্রুত পালিয়ে যায়, তবে তিনি ফেলে যান মোটরসাইকেলটি। পরে সেখানে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেন।

উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য মালামাল মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানের বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, “অস্ত্র ও গুলিগুলো অবৈধভাবে কেনাবেচার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় বহন করা হচ্ছিল—এমনটাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন

সর্বশেষ