মাদারীপুর শহরের ২ নম্বর শকুনি সড়কের একটি ভাড়া ফ্ল্যাট থেকে নয়ন হাওলাদার (২৮) নামের এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে শহরের এসএম নাসিরউদ্দিনের ছয়তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাশাপাশি একটি বন্ধ কক্ষ থেকে শাওন সরদার (২৬) নামের এক যুবককে জীবিত উদ্ধার করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
নিহত নয়ন হাওলাদার শহরের আসমত আলী খান সড়কের বাসিন্দা মাইনুদ্দিন হাওলাদারের ছেলে। আটক শাওন সরদার পুরাতন জেলখানা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আড়াই মাস আগে নয়ন হাওলাদার ফল ব্যবসার আড়ালে দুই সহযোগীকে নিয়ে ফ্ল্যাটটি ভাড়া নেন। তবে সম্প্রতি বাড়ির কেয়ারটেকার ভাড়া চাইতে গেলে তারা তা এড়িয়ে চলছিলেন।
গত এক সপ্তাহ ধরে নয়নকে দেখা না যাওয়ায় স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্ল্যাটের ভেতর থেকে এক ব্যক্তির চিৎকার শুনে তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে নয়নের মরদেহ উদ্ধার করে এবং পাশের একটি রুম থেকে শাওনকে জীবিত বের করে আনে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। শাওন সরদারকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”

