খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের সময় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে খুকুমণি বেগম (৭৫) নামে এক বৃদ্ধা রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত খুকুমণি উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের বাসিন্দা। তার ছেলে হাফিজুর রহমান ও মেয়ে আসমা খাতুন জানান, খুকুমণিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাত্র ২০ দিন আগে তাদের বাবাও মারা গেছেন।
চিকিৎসা সেবার সময় খুকুমণির পাশের বেডে ভর্তি ছিলেন উপজেলার আলমতলা গ্রামের মোকছেদ মালী। একটি ফ্যানের মাল্টিপ্লাগ সংযোগ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মোকছেদের স্বজনরা খুকুমণির ছেলেকে মারধর করলে ঘটনাস্থলে চিৎকার শুরু করেন বৃদ্ধা। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণ পরই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্জয় কুমার মণ্ডল বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে খুকুমণি বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।”
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আরিফুল ইসলাম জানান, “ঘটনাটি সরাসরি মারামারিজনিত নয়। নিহতের স্বামী কিছুদিন আগেই মারা গেছেন। মানসিক চাপ ও শোকের কারণে অতিরিক্ত উত্তেজনা থেকেই তার মৃত্যু হতে পারে বলে আমরা ধারণা করছি।”
তবে খুকুমণির পরিবারের দাবি, স্বজনকে মারধরের ঘটনায় বৃদ্ধা আতঙ্কিত হয়ে মারা গেছেন। তারা বিষয়টি আইনি প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন নিহতের ভাগনে আশরাফুল ইসলাম।

