যশোরে সিনেমা হলে তরুণীকে অচেতন করে সর্বস্ব লুট, অভিযুক্ত পরিচিত বন্ধু

আরো পড়ুন

যশোর শহরের মনিহার সিনেমা হলে এক তরুণীকে চেতনা নাশক ওষুধ খাইয়ে অচেতন করে সর্বস্ব লুটের অভিযোগ উঠেছে তারই এক পরিচিত বন্ধুর বিরুদ্ধে। ভুক্তভোগী তরুণী নড়াইল জেলার কাগজিপাড়া গ্রামের বাসিন্দা খোরশেদ শিকদারের মেয়ে (২০)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পরে সিনেমা হলের কর্মীরা অচেতন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তরুণী এখন আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী এক পরিচিত বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে মনিহার হলে যান। সিনেমা চলাকালে ওই বন্ধু তাকে চেতনা নাশক ওষুধ খাইয়ে অচেতন করে তার কাছ থেকে মোবাইল ফোন, ব্যাগ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আরো পড়ুন

সর্বশেষ