যশোরে এনসিপি’র দুই দিনের কর্মসূচি শুরু আজ

আরো পড়ুন

দেশ গড়ার প্রত্যয়ে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে দুই দিনের কর্মসূচি নিয়ে আজ যশোরে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই সফরকে ঘিরে জেলার রাজনীতিতে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরে পৌঁছাবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

এনসিপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণার পর এটিই যশোরে তাদের প্রথম বড় ধরনের কর্মসূচি। এই উপলক্ষে শহরজুড়ে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও প্যানা টাঙানোর মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা হয়েছে।

দলের কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লা জুয়েল জানান, “গণঅভ্যুত্থানের নায়কদের এক নজর দেখতে ও তাদের বক্তব্য শুনতে যশোরবাসী উদগ্রীব হয়ে আছেন।”

আজকের কর্মসূচিতে সন্ধ্যা ৬টায় বাঘারপাড়ার চাড়াভিটা মোড়ে কেন্দ্রীয় নেতাদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে। এরপর সাড়ে ৬টায় বাঘারপাড়া মোড় এবং সাড়ে ৭টায় খাজুরা তেল পাম্পের সামনে অনুষ্ঠিত হবে পথসভা। রাত সাড়ে ৮টায় নিউমার্কেট হয়ে দড়াটানা থেকে মণিহার পর্যন্ত নেতৃবৃন্দ অংশ নেবেন পদযাত্রায়।

আগামীকাল শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং জুম্মার নামাজ আদায়ের পর রেল রোড মডেল মসজিদ থেকে ঈদগাহ মোড় ও জজ কোর্ট মোড় পর্যন্ত পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

যশোর জেলা সংগঠক মনিরুজ্জামান আজাদ জানিয়েছেন, এই কর্মসূচিকে ঘিরে ৪০ থেকে ৬০ হাজার মানুষের উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ