যশোর উপশহরের একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ও চাইনিজ কুড়ালসহ মারুফ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক মারুফ মধুগ্রামের সেলিম হোসেনের ছেলে। বর্তমানে তিনি উপশহরের এক নম্বর সেক্টরে আবিদ আলীর বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপশহর ক্যাম্পের এএসআই রাসেল আলীর নেতৃত্বে এক নম্বর সেক্টরের ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ১০ পিস ইয়াবা জব্দ করা হয় এবং মারুফকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
ঘটনার পর মারুফ হোসেনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

