কাহলিল জিবরানের ভাবনা ও দর্শনকে উপজীব্য করে রচিত নাটক ‘শয়তান’ আবারও মঞ্চে আনছে যশোরের সাংস্কৃতিক সংগঠন ‘শব্দ থিয়েটার’। দর্শকদের আগ্রহ ও অনুরোধে এটি সপ্তমবারের মতো মঞ্চস্থ হতে যাচ্ছে।
আগামী ১১ জুলাই, শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যশোরে প্রদর্শিত হবে দর্শননির্ভর এ নাটক। নাটকটির প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, তবে শিক্ষার্থীরা বিশেষ ছাড়ে মাত্র ৫০ টাকায় উপভোগ করতে পারবেন নাটকটি।
নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন মাসউদ জামান, যিনি একইসঙ্গে শয়তান চরিত্রে অভিনয়ও করেছেন। শব্দ থিয়েটারের ধারাবাহিক প্রযোজনার অংশ হিসেবেই মঞ্চে আসছে নাটকটি।
‘শয়তান’ নাটকটি মূলত শয়তান ও এক ফাদারের মধ্যকার গভীর সংলাপভিত্তিক মিথস্ক্রিয়ার মাধ্যমে মানবতার বার্তা তুলে ধরেছে। এতে সমাজে গোত্রভিত্তিক বিভাজন, অন্যায়ের বিরুদ্ধে শুভবুদ্ধির লড়াই এবং দুষ্টবুদ্ধির দ্বারা সমাজে বিভ্রান্তি সৃষ্টির প্রবণতাকে নাট্যরূপে উপস্থাপন করা হয়েছে।
প্রযোজনাটিতে অভিনয়ের পাশাপাশি ব্যবহার করা হয়েছে অভিনব নির্মাণশৈলী ও মঞ্চায়নের ভিন্নমাত্রা, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে বলে আয়োজকদের প্রত্যাশা।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—
ফাদার: অরুণ মজুমদার
শয়তান: মাসউদ জামান
গোত্রপতি: সোহেল রানা
লাউইস: পিয়াশ মণ্ডল
গরিলা: শাহিদুর রহমান
গ্রামবাসী ও আদিম মানুষ: মারুফ হোসেন, হাফছা আক্তার, তানভীর হাসান রামিম, হাসিবুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ।

