পাইকগাছায় সেনাবাহিনী-পুলিশের অভিযানে অস্ত্র ও ককটেলসহ তিনজন আটক

আরো পড়ুন

খুলনার পাইকগাছায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনী দেশীয় একটি পাইপগান, পাঁচটি তাজা ককটেল বোমা, ১৫০ গ্রাম গান পাউডার, ককটেল তৈরির সরঞ্জাম, মাদকসেবনের দ্রব্য, তিনটি মোবাইল ফোন ও তিনটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করে। অভিযানে আটক করা হয় তিনজনকে।

আটক ব্যক্তিরা হলেন—গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামের মৃত অমূল্য বিশ্বাসের ছেলে রসময় বিশ্বাস (৫৫), তার ছেলে প্রীতম বিশ্বাস (৩০), এবং নির্মল চন্দ্র বিশ্বাসের ছেলে দেবব্রত বিশ্বাস (৩৮)।

পাইকগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র নিয়ন্ত্রণ আইন ১৯(ক) ধারা এবং বিস্ফোরক আইনের ৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান।

তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ