যশোরে পুলিশের পরিচয় দিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক যুবকের নাম রায়হান গাজী। তিনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ইউনুচ গাজীর ছেলে।
এ সময় তার সহযোগী রনি (পিতা কাজল, গ্রাম পাঁচবাড়িয়া) পালিয়ে যান। এ ঘটনায় রায়হান, রনি ও অজ্ঞাত আরও দু’জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রায়হান গাজীকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানান, গত ৬ জুলাই বিকেল ৪টা ৩৫ মিনিটে খবর আসে, শহরের আড়পাড়া এলাকার খিদমাতুল কুরআন মাদ্রাসার সামনে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ জড়ো হয়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখাচ্ছেন। খবর পেয়ে কোতোয়ালি থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই রায়হানকে হাতেনাতে আটক করা হয়।
তার ডান হাতে থাকা একটি ধারালো চাকু ও একটি পুরাতন ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। পলাতক রনি ও তার সহযোগীরা একটি লাল মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান গাজী পুলিশের পরিচয় ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের কথা স্বীকার করেছেন।

