যশোরে নাশকতা মামলায় শার্শার ১১ আওয়ামী লীগ নেতাকর্মীর আত্মসমর্পণ

আরো পড়ুন

যশোরে নাশকতা মামলায় শার্শা উপজেলার আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (৭ জুলাই) তারা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের আদালতে জামিন আবেদন করেন।

আদালত সাইফুল ইসলাম নামে একজনের শারীরিক অবস্থা বিবেচনায় জামিন মঞ্জুর করেন। তবে বাকি ১০ জনকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি নুর আলম পান্নু।

আত্মসমর্পণকারী নেতাকর্মীরা হলেন: কাজিরবেড় গ্রামের কালাম হোসেন, দক্ষিণ বুরুজবাগানের ইয়ানুর রহমান ও আব্দুল মতিন, শাহীন মেম্বার ও জাফর, আইজুল, স্বপন, শামসুর রহমান, এবং মুরাদ হোসেন।

২০২৩ সালের ১৪ ডিসেম্বর রাতে বুরুজবাগান ইউনিয়ন ভূমি অফিসের সামনে নাশকতার পরিকল্পনার অভিযোগে এ মামলা করা হয়। পরদিন সাজেদুর রহমান সাজু বাদী হয়ে বিস্ফোরক ও নাশকতা আইনে শার্শা থানায় মামলা করেন। এতে সাবেক এমপি শেখ আফিল উদ্দিনসহ ৯৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়।

আত্মসমর্পণকারীরা সবাই মামলার এজাহারভুক্ত আসামি এবং এতদিন পলাতক ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ