বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব (২৫) কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।
রোববার (৭ জুলাই) রাত ৮টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রাত ৯টার দিকে তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সাহাবুদ্দিন শাহীন।
গ্রেপ্তার হওয়া সাকিব হবিগঞ্জ পৌরসভার উমেদনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানকে মারধরের অভিযোগ ওঠে এনামুল হক সাকিব ও আরও কয়েকজনের বিরুদ্ধে। এতে চারজন আহত হন। এ ঘটনায় মাহদী হাসান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাকিবকে প্রধান আসামি করা হয়।
এর আগে, চলতি বছরের ৬ মে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, সহিংসতা ও ‘মামলা বাণিজ্যে’ জড়িত থাকার অভিযোগে সাকিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
এক বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, সাকিব দীর্ঘদিন ধরে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘন করে বিভিন্ন অপতৎপরতায় যুক্ত ছিলেন। তিনি পদ-পদবি ব্যবহার করে ব্যক্তিস্বার্থে মামলা চালাচ্ছিলেন এবং সহিংস কর্মকাণ্ডেও জড়িত ছিলেন। এজন্য তাকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
ওসি সাহাবুদ্দিন শাহীন জানান, গ্রেপ্তার সাকিব বর্তমানে থানায় রয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

