মাদারীপুরের রাজৈর উপজেলার সাতপাড় গ্রামে রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রাখি মজুমদার (৬) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। এতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত রাখি মজুমদার সাতপাড় গ্রামের বাসিন্দা শিশির মজুমদারের মেয়ে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুরে রাখির পরিবারের সদস্যরা একই এলাকার একটি বিয়ের দাওয়াতে অংশ নিতে বাড়ি থেকে বের হন। তবে রাখি মেলায় যাওয়ার জন্য বায়না ধরলে পরিবারের সদস্যরা তাকে কিছু টাকা দিয়ে বাড়িতে রেখে যান। বিকেলে ফিরে এসে তাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। একপর্যায়ে রান্নাঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিশুটিকে দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের এক আত্মীয় কালীদাস মজুমদার জানান, দুপুরে খাওয়াদাওয়ার পর সবাই মেলায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রাখিও যেতে চেয়েছিল। তাকে কিছু টাকা দিয়ে বাড়িতে রেখে যাওয়া হয়। কিন্তু ফিরে এসে এমন ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হতে হবে, তা কল্পনাও করেননি কেউ।
রাখির বাবা ঢাকায় ফার্নিচারের কাজ করেন এবং ঘটনার সময় তিনি ঢাকাতেই অবস্থান করছিলেন।
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

