আশুরা উপলক্ষে রোববার (৬ জুলাই) সকাল ১০টার পর রাজধানী ঢাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশে শুরু হয়েছে তাজিয়া মিছিল। ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে এই মিছিলের সূচনা হয়।
চার শতাব্দী প্রাচীন এই ইমামবাড়ায় ভোর থেকেই ঢাকাসহ আশপাশের এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ জড়ো হতে থাকেন। প্রতি বছরের মতো এবারও কারবালার শহীদদের স্মরণে আয়োজিত হয় এই শোকমিছিল।
তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা শোক প্রকাশের প্রতীক হিসেবে অধিকাংশই কালো পোশাক পরিধান করেন।
মিছিলে দেখা গেছে কারবালার হৃদয়বিদারক ঘটনার প্রতীক হিসেবে অনেকের হাতে রয়েছে প্রতীকী ছুরি, নিশান, আলাম, বেস্তা ও বইলালাম। এই উপাদানগুলো মুসলিম ইতিহাসের অন্যতম বেদনাবিধুর অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়।
মিছিলে নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। অগ্রভাগ, মধ্যভাগ ও শেষাংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, সোয়াট, ফায়ার সার্ভিস ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও সাদা পোশাকে মিছিল ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করেন।
মিছিল যেসব গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করেছে, সেখানে যান চলাচল নিয়ন্ত্রণে ছিলেন ট্রাফিক পুলিশ ও সাধারণ পুলিশ সদস্যরা।
উল্লেখ্য, হিজরি ৬১ সালের ১০ মুহাররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তাঁর পরিবার নির্মমভাবে শহীদ হন। এই হৃদয়বিদারক ঘটনার স্মরণে প্রতিবছর শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিলের আয়োজন করেন, যা আত্মত্যাগ ও শোকের বার্তা বহন করে।

