রাতারাতি টাকা দ্বিগুণ করার লোভ দেখিয়ে যশোর শহরের এক গৃহবধূর কাছ থেকে ৪ লাখ ২৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছেন এক প্রতারক। নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে তিনি দীর্ঘদিন ধরে বিশ্বাস অর্জনের অভিনব কৌশলে প্রতারণা চালিয়ে আসছিলেন। অবশেষে ডিবি পুলিশের জালে ধরা পড়েছেন তিনি।
প্রতারিত রুমা খাতুন জানান, প্রায় ছয় মাস আগে যশোর শহরের রেলস্টেশন এলাকায় তার বাসায় এসে পরিচয় দেন ইসমাইল গাজী (৪৮) নামে এক ব্যক্তি, যিনি নিজেকে ‘আধ্যাত্মিক শক্তির অধিকারী কবিরাজ’ বলে দাবি করেন। তিনি বলেন, যে কোনো পরিমাণ টাকা কিংবা স্বর্ণালঙ্কার তিনি দ্বিগুণ করে দিতে পারেন, শুধুই মানুষের উপকারের উদ্দেশ্যে।
চটকদার কথায় বিভোর রুমা খাতুনের বিশ্বাস অর্জনের জন্য ২৪ জুন আবারও হাজির হন ইসমাইল গাজী। এ সময় তার ছোট বোনও উপস্থিত ছিলেন। কথিত কবিরাজ তার ‘কৌশল’ প্রদর্শনের জন্য একটি টাকার নোট দ্বিগুণ করে দেখান—যা দেখে দুই বোনই বিস্মিত হন। এরপরই রুমা খাতুন ঘরে থাকা ৪ লাখ ২৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার তার হাতে তুলে দেন।
ইসমাইল গাজী এসব সম্পদ একটি কার্টনে ভরে দেন এবং জানান, “মাত্র দুই ঘণ্টা পরেই এগুলো দ্বিগুণ হয়ে যাবে।” এরপর তিনি কার্টনটি রেখে ঘর থেকে বেরিয়ে যান। দুই ঘণ্টা পর কার্টন খুলে দেখা যায়, সেখানে টাকা বা স্বর্ণ কিছুই নেই, কেবল কিছু কাগজপত্র! ফোন করেও তাকে আর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই রুমা খাতুন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ডিবি পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। নানা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে অভিযান চালিয়ে প্রতারক ইসমাইল গাজীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩ লাখ ৪০ হাজার ৫০০ টাকা ও ৪০.১০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার।
ডিবি পুলিশের এসআই শিবু মণ্ডল জানান, প্রতারককে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, “এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে জনগণকে সচেতন থাকতে হবে। অতি লোভে পড়ে কেউ যেন এমন ফাঁদে না পড়ে।”