ভারতে যাওয়ার চেষ্টা করার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানুয়ারুজ্জামান জোসেফকে (৫২) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।) ব ১১টার দিকে পাসপোর্ট জমা দেওয়ার সময় তার নাম ‘স্টপ লিস্টে’ শনাক্ত হলে তাকে আটক করা হয়।
গ্রেফতার সানুয়ারুজ্জামান নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাটি গ্রামের বাসিন্দা ও সিদ্দিকুর রহমানের ছেলে।
ইমিগ্রেশন সূত্র জানায়, তিনি বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে ভারতে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেন। অনলাইন যাচাইয়ের সময় তার নামে ‘স্টপ লিস্ট’ থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সী বলেন, “আমরা আগে থেকেই তথ্য পেয়েছিলাম যে জোসেফ ভারতে পালাতে পারেন। সে অনুযায়ী সতর্কতা জারি করা হয়েছিল। পাসপোর্ট জমা দেওয়ার পর আমরা নিশ্চিত হই যে তিনি ‘স্টপ লিস্টে’ আছেন। পরে তাকে গ্রেফতার করা হয়।”
তিনি আরও জানান, তার বিরুদ্ধে খালিয়াজুড়ি থানায় বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।
পরবর্তীতে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, “গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যানকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার ভিত্তিতে তাকে খালিয়াজুড়ি থানা পুলিশের কাছে পাঠানো হবে।”

