রাজধানী, ফকিরাপুল এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের হামলার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এক শীর্ষ সন্ত্রাসী ‘বাপ্পি’কে যশোর থেকে গ্রেপ্তার করেছে। তার সঙ্গে আরও দুই সহযোগী—আবু খালিদ সাইফুল্লাহ (বোমা রিপন) ও মোঃ কামরুল হাসান—গ্রেপ্তার হয়েছেন
- বাপ্পি, বোমা রিপন ও কামরুল হাসান গ্রেপ্তার।
- তিনটি বিদেশি পিস্তল, দশ ম্যাগাজিন ও ১৫১ রাউন্ড গুলি বাজেয়াপ্ত।
- হামলা ১৯ জুন রাতে সংঘটিত হয়েছিল, এতে তিন ডিবি সদস্য আহত হন।
- বাপ্পি গ্রেপ্তারের আগে দেশত্যাগ এবং হত্যার হুমিকেও আগেই পরিকল্পনা করেছিল।
- উদ্ধারকৃত অস্ত্রাগারে ঢাকায় ফ্ল্যাট থেকেই পাওয়া গেল আরও সম্ভার।
- মামলার সংখ্যা ও সন্ত্রাসী সংগঠনের প্ল্যান অনুযায়ী এটি বড় ঘটনা।

