খুলনায় এক রাতে দুই এলাকায় সন্ত্রাসী হামলা: নিহত ২, গুলিবিদ্ধ ২

আরো পড়ুন

খুলনায় এক রাতেই সংঘটিত হয়েছে দুটি ভয়াবহ সন্ত্রাসী হামলা। এতে প্রাণ হারিয়েছেন দুইজন, আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে রূপসা উপজেলার রাজাপুর এবং নগরীর হরিণটানা থানার রাজবন্দ এলাকায় ঘটে এই রক্তাক্ত ঘটনা, যা চরম আতঙ্ক সৃষ্টি করেছে জনমনে

রূপসা উপজেলার রাজাপুর গ্রামে মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ বিরোধ থেকে সৃষ্ট সংঘর্ষে নিহত হয়েছেন সাব্বির হোসেন (২৭)। আহত হয়েছেন তার দুই সহযোগী সাদ্দাম ও মিরাজ।

পুলিশ জানায়, রাত ৮টার দিকে ‘বি কোম্পানি’ নামে একটি মাদক সিন্ডিকেটের অন্তর্দ্বন্দ্বে সংঘর্ষ শুরু হয়। সিন্ডিকেট প্রধান ‘গ্রেনেড বাবু’র নির্দেশে সাব্বির ও মিরাজ মিলে প্রতিপক্ষ সোহাগের বাড়িতে হামলা চালালে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সাব্বির। সাদ্দাম মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়। মিরাজ অস্ত্রের ভয় দেখিয়ে একটি ক্লিনিক থেকে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি খালি খোসা, চারটি তাজা গুলি, কিছু ইয়াবা এবং মাদকসেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে। এছাড়া গ্রেনেড সদৃশ একটি বস্তুও উদ্ধার হয়, যা পরীক্ষা করছে বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল।

রাত ১০টার দিকে নগরীর হরিণটানা থানার রাজবন্দ দক্ষিণপাড়ায় বাবলু দত্ত (৫০) নামের এক জমি ও বালু ব্যবসায়ীকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

পুলিশ সূত্রে জানা যায়, বাইরের কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে বাবলুকে অপহরণ করে খালি একটি প্লটে নিয়ে যাওয়া হয়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়। নিহত বাবলু দক্ষিণপাড়ার বাসিন্দা অমূল্য দত্তের ছেলে।

স্থানীয়রা ঘটনাস্থলে পড়ে থাকা মরদেহ দেখে পুলিশে খবর দেন। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

একই রাতে খুলনার দুই ভিন্ন এলাকায় ঘটে যাওয়া এই সহিংস ঘটনাগুলোতে জনমনে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, উভয় ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং প্রতিটি ঘটনার নেপথ্যে থাকা কারণ খতিয়ে দেখা হচ্ছে

আরো পড়ুন

সর্বশেষ