যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাতে শহরের রেলগেট তেতুলতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা ফকরে আলমের ছেলে।
সোমবার তাকে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, ২০২৩ সালের ৪ আগস্ট বিকেল ৫টা থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে যশোর শহরের লালদীঘি এলাকায় বিএনপির জেলা কার্যালয়ে ভয়াবহ হামলা চালানো হয়। হামলাকারীরা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং একাধিক বোমা বিস্ফোরণ ঘটায়।
এতে অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ দলীয় নথিপত্রসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। হামলার সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তদন্তে উঠে এসেছে, ছাত্রলীগ নেতা ফাহমিদ হুদা বিজয় ওই ঘটনায় জড়িত ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে আরও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তদন্ত কর্মকর্তা। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

