নড়াইলের অজ্ঞাত পরিচয় এক নারীর কঙ্কাল ও মাথার খুলি উদ্ধার

আরো পড়ুন

নড়াইলের লোহাগড়া উপজেলার একটি তিল ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর কঙ্কাল ও মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দুপুরে বয়রা-কোলা এলাকার একটি ক্ষেতে মরদেহের অংশবিশেষ ছড়িয়ে-ছিটিয়ে অবস্থায় পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে বয়রা গ্রামের কৃষক সাখাওয়াত হোসেন ও তার সহকর্মীরা জমিতে তিল কাটতে গিয়ে মাথার খুলি, লম্বা চুল, মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এবং নারীদের ব্যবহৃত পোশাক (সালোয়ার-কামিজ) পড়ে থাকতে দেখেন। তারা দ্রুত বিষয়টি লোহাগড়া থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল ও অন্যান্য আলামত উদ্ধার করে।

লম্বা চুল ও পোশাকের ধরন দেখে স্থানীয়রা ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন, এটি কোনো নারীর মরদেহ। তবে মরদেহটি কতদিন আগের, বা কীভাবে এটি সেখানে এল—সেসব বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এটি নারীর কঙ্কাল বলে মনে হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ