পুতিনের হুঁশিয়ারি: ‘বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে,

আরো পড়ুন

শুক্রবার (২০ জুন) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম (SPIEF)-এর মূল অধিবেশনে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বক্তব্যে তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্বকে সম্ভাব্য যুদ্ধের বিপদের বিষয়ে সতর্ক করেন।

পুতিন বলেন, “বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা দেখা দিচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের সম্ভাবনায় উদ্বিগ্ন। প্রতিটি সংকটেরই শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধান হওয়া উচিত।”

তিনি ন্যাটো জোটের পূর্বমুখী সম্প্রসারণের কড়া সমালোচনা করে বলেন, “ন্যাটো বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে। এটি আসলে পশ্চিমাদের আধুনিক উপনিবেশবাদী নীতিরই একটি রূপ।”

মধ্যপ্রাচ্য প্রসঙ্গে পুতিন সরাসরি মন্তব্য করেন, “যদি ইসরায়েল সত্যিই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করে থাকে, আমি আশা করি এটি কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।”

পুতিন আরও দাবি করেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে, ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।

এদিকে রুশ প্রেসসচিব দিমিত্রি পেসকভ স্কাই নিউজকে বলেন, “ইরানে সরকার পরিবর্তনের কথা যারা বলছে, তারা যেন মনে রাখে—এটি কেবল অগ্রহণযোগ্যই নয়, বরং তা ইরানে চরমপন্থার বিস্ফোরণ ঘটাতে পারে।”

তিনি আরও বলেন, “যারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি দিচ্ছে, তারা যেন বুঝে নেয়—তাতে এক ভয়ংকর প্যান্ডোরার বাক্স খুলে যাবে।”

বিশ্লেষকদের মতে, রাশিয়ার পক্ষ থেকে এসব মন্তব্য মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে তুলবে।

আরো পড়ুন

সর্বশেষ