ফেনীর ছাগলনাইয়া পৌরসভার সাত মন্দির রোডে নির্মাণাধীন একটি ভবনের সেপটি ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে।
নিহতরা হলেন—ফয়সাল ফারাবী (৯) ও সাখাওয়াত হোসেন (৮)। ফয়সালের বাবা ইকবাল হোসেন কাতারে কর্মরত, তাদের বাড়ি পূর্ব শিলুয়া গ্রামে। আর সাখাওয়াতের বাবা সামছুল হক দুবাই প্রবাসী, তাদের বাড়ি দুর্গাপুর গ্রামে। উভয় পরিবারই ছাগলনাইয়ার সাত মন্দির রোডের শেখ ভবনে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে শিশু দুটি খেলতে বের হয় এবং পাশের নির্মাণাধীন একটি ভবনে যায়। এরপর তারা আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে ভবনের সেপটিক ট্যাংক থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন রাশেদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, স্থানীয়দের অভিযোগ—নির্মাণাধীন ভবনটিতে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। সেপটিক ট্যাংকের মুখ খোলা অবস্থায় ছিল, যা মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাদের মতে, এই অবহেলাই শিশুদের প্রাণহানির কারণ হয়েছে।
এই করুণ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশুদের নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও নির্মাণ কর্তৃপক্ষেরও আরও দায়িত্বশীল হওয়া জরুরি।

