মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে ইরানে বড় ধরনের একটি গোয়েন্দা অভিযান চালানো হয়েছে। এতে দেশটির নিরাপত্তা বাহিনী ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫৪ জন সন্দেহভাজন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। শনিবার (২১ জুন) তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে এই অভিযান চালানো হয়। প্রদেশটির প্রসিকিউটর অফিস জানিয়েছে, আটককৃতদের মোসাদের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে—তারা শত্রু রাষ্ট্রের হয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা করছিল।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, রাষ্ট্রপক্ষ থেকেও এই ব্যক্তিদের ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হয়েছে। ইসরায়েল একাধিকবার ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়, যার জবাবে ইরানও ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ইসরায়েলি সরকারি তথ্যমতে, ইরানের হামলায় ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। বিপরীতে, ইরানি গণমাধ্যমের দাবি, ইসরায়েলের হামলায় ইরানে ৬৩৯ জন নিহত এবং ১৩০০ জনেরও বেশি আহত হয়েছে।
এই সামরিক উত্তেজনার পাশাপাশি গোয়েন্দা লড়াই ও সাইবার যুদ্ধও তীব্র আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে, সম্প্রতি ইরানে চালানো এই গুপ্তচর গ্রেপ্তার অভিযান দেশটির প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক এবং এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

