যশোর সদর হাসপাতালে সন্তানের জন্ম, নবজাতককে হত্যার চেষ্টা মায়ের

আরো পড়ুন

যশোর সদর হাসপাতালে ঘটেছে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। পেটব্যথা নিয়ে ভর্তি হওয়া এক নারী বাথরুমে সন্তান প্রসবের পর নবজাতককে হত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে ২০ জুন ভোররাতে। বাঘারপাড়া উপজেলার জোহরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের রত্না বিশ্বাস (৩৬) নামে এক নারী, যিনি রমেশ বিশ্বাসের স্ত্রী, ১৯ জুন রাতে যশোর সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। রাতের শেষপ্রহরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওয়ার্ডের ওয়াশরুমে গিয়ে কোনো চিকিৎসা সহায়তা ছাড়াই তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

হাসপাতাল সূত্র জানায়, সন্তান প্রসবের পরপরই রত্না নিজের শরীর থেকে নবজাতককে আলাদা করে বদনার পানি মুখে ঢেলে শিশুটিকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। তার চিৎকার শুনে দায়িত্বরত নার্সরা দ্রুত ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং নবজাতক ইউনিটে ভর্তি করেন। বর্তমানে শিশুটি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

রত্নার স্বামী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছেন এবং চিকিৎসা চলছিল। হাসপাতালের নার্সরা বলেন, এমন ঘটনা তাদের কর্মজীবনে কখনো দেখেননি।

ঘটনাটি হাসপাতালজুড়ে চরম আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমানে রত্না বিশ্বাসকে গাইনি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ