যশোরে একশ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মিন্টু আটক

আরো পড়ুন

যশোরে একশ কেজি গাঁজার একটি বড় চালানসহ চিহ্নিত মাদক কারবারি মিন্টু গাজীকে আটক করেছে র‍্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা। বুধবার বিকেলে শহরের জামরুলতলা এলাকার সামাদ মার্কেটে তার স্ত্রীর কাপড়ের দোকানে অভিযান চালিয়ে এই চালান উদ্ধার করা হয়।

আটক মিন্টু গাজী শহরের শেখহাটি মসজিদ মোড় এলাকার মৃত লভলু গাজীর ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে তরুণ সমাজকে মাদকে জড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন মিন্টু।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টু তার স্ত্রীর নামে জামরুলতলা বাজারে একটি কাপড়ের দোকান চালু করে সেটিকে মাদক মজুদের গোপন ডেরা হিসেবে ব্যবহার করতেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে আটক করে।

রাতে মিন্টুকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার।

আরো পড়ুন

সর্বশেষ