যশোরে বিদেশ পাঠানোর নামে অর্থ লেনদেন:  ও হুমকির অভিযোগে আতঙ্কে ট্রাভেল কর্মী

আরো পড়ুন

বিদেশ পাঠানোর চুক্তি অনুযায়ী টাকা না দিয়ে উল্টো হত্যার হুমকি ও নানা হয়রানির শিকার হয়েছেন ট্রাভেল এজেন্সির এক কর্মী। অভিযুক্ত ব্যক্তি যশোর শহরের ষষ্ঠিতলাপাড়ার বাসিন্দা কামরুল হাসান। এ ঘটনায় ভুক্তভোগী লুৎফর রহমান থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা লুৎফর রহমান ঢাকার ‘মেসার্স স্মার্ট কনসালটেন্সি’ নামে একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। এ সুবাদে তার সঙ্গে পরিচয় হয় কামরুল হাসানের। শুরুতে কামরুল তার ছেলেকে কানাডা পাঠাতে চুক্তি করেন এজেন্সির সঙ্গে। পরে সিদ্ধান্ত বদলে নিজেই বিদেশ যেতে চান। এ জন্য তিনি দুই ধাপে মোট দুই লাখ ৯০ হাজার টাকা দেন।

তবে এরপর তিনি চুক্তির বাকি টাকা না দিয়ে নানা অজুহাতে তালবাহানা শুরু করেন। একপর্যায়ে নিজেই জানিয়ে দেন, তিনি আর বিদেশ যাবেন না। কোম্পানির পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করার পরও কামরুল হাসান বারবার লুৎফর রহমানের কাছে টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। লুৎফর তাকে জানিয়ে দেন, টাকা কোম্পানি নিয়েছে, তাই কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে।

অভিযোগে আরও বলা হয়, গত ৮ জুন কামরুল হাসান বিএনপির দেয়াড়া ইউনিয়নের কয়েকজন স্থানীয় নেতাকে সঙ্গে নিয়ে লুৎফরের বাড়িতে গিয়ে তাকে হুমকি দেন। পরে ১১ জুন তাকে জোর করে ১০০ টাকার তিনটি স্ট্যাম্পে সই করিয়ে নেন, যাতে বলা হয় ৩০ জুনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।

এই ঘটনায় আতঙ্কে আছেন লুৎফর রহমান। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

আরো পড়ুন

সর্বশেষ