যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ২ লাখ ৪৮ হাজার ৭০০ টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ জুন) দিনভর এ অভিযান পরিচালনা করে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহল দল।
অভিযানটি বেনাপোল আইসিপি ও আন্দুলিয়া বিওপি সীমান্ত এলাকায় পরিচালিত হয়। এ সময় বিদেশি মদ, ভারতীয় গাঁজা, শাড়ি, কম্বল ও বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, “বৃহস্পতিবারের সফল অভিযানও তারই অংশ। বিজিবির এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

