খুলনায় অস্ত্র ও ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

আরো পড়ুন

খুলনায় একটি বিদেশি রিভলবার, গুলি এবং ২৭০ পিস ইয়াবাসহ সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল সোমবার রাতে নগরীর শিপইয়ার্ড সড়কের চানমারী বাজারের তিনটি বাড়িতে অভিযান চালিয়ে রাজু আহমেদসহ মোট পাঁচজনকে আটক করা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, কিছু গুলি এবং ২৭০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। অভিযানের সময় রাজু আহমেদ ওই বাড়িতেই ছিলেন।

আটকের পর তাদের থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ