ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, জনসাধারণকে আশ্রয় নেওয়ার নির্দেশ

আরো পড়ুন

ইরানি গণমাধ্যমের বরাতে সিএনএন জানিয়েছে, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দেশটির সেনাবাহিনী তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। একইসঙ্গে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্রগুলো তাদের ভূখণ্ডের দিকে অগ্রসর হতে দেখেছে, যার পর ইসরায়েলজুড়ে আবারও সাইরেন বেজে ওঠে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সামাজিক মাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) এক পোস্টে জানিয়েছে যে, ইসরায়েলের বিমান বাহিনী হুমকি মোকাবিলায় যেখানে প্রয়োজন সেখানে প্রতিরোধ ও আক্রমণ করার জন্য কাজ করছে। পোস্টে জনসাধারণকে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়ার কথাও জানানো হয়েছে।

এর আগে, ইসরায়েলের হামলায় ইরানে রেড ক্রিসেন্টের ৩ কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

আরো পড়ুন

সর্বশেষ