ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

আরো পড়ুন

যখন ঘরে ঘরে চলছে ঈদ উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি, তখনই ঝিনাইদহের আসাননগরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় নিভে গেল একই পরিবারের তিনটি প্রাণ। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

হুদা মাইলমারি গ্রামের মোস্তফা মণ্ডল (৪৩), তার স্ত্রী সেলিনা খাতুন (৩৮) ও তাদের একমাত্র সন্তান মাহিম (৭) মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বিকেল তিনটার দিকে আসাননগর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় ছোট্ট মাহিম।

গুরুতর আহত অবস্থায় মোস্তফা ও সেলিনাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মোস্তফা এবং এক ঘণ্টা পর, বিকেল ৫টার দিকে সেলিনাও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ঈদের আনন্দের বদলে একসাথে তিনটি প্রিয় মুখ হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো গ্রাম। মাহিমের হাসিমুখ, সেলিনার ব্যস্ততা আর মোস্তফার সহানুভূতিময় উপস্থিতি—সবই এখন শুধুই স্মৃতি। তাদের বাড়িতে চলছে বুকফাটা কান্না আর হৃদয়বিদারক আহাজারি।

স্থানীয়রা জানান, এমন করুণ মৃত্যু অনেক বছরেও দেখেননি। এই ঘটনায় ঈদের আনন্দের বদলে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরো পড়ুন

সর্বশেষ