কেশবপুরে মিথ্যা মামলার প্রতিবাদে ছাত্রদল নেতা মাসুদ রানার নিন্দা

আরো পড়ুন

যশোরের কেশবপুরে একটি উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা। তিনি বলেন, “আমার বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। এতে আমি এবং আমার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত।”

সম্প্রতি কেশবপুর উপজেলার কেরামত আলী গাজী ঘের, সাগরদত্তকাটি ও বেলকাটি মৌজার চাতরার বিলে ৩২৫ বিঘা জমির একটি মাছের ঘের নিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়। মাসুদ রানা স্পষ্টভাবে জানান, “এই চাঁদা দাবির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া।”

তিনি বলেন, “আমি গত পাঁচ বছর ধরে অগ্রগতি ঋণদান সমবায় সমিতিতে ঋণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। ঘটনার দিন, অর্থাৎ ২ জুন, আমি প্রতিদিনের মতোই বাসা থেকে অফিসে যাই এবং সারাদিন অফিসের কাজে নিয়োজিত ছিলাম।”

অগ্রগতি মণিরামপুর ব্রাঞ্চের ম্যানেজার শামসুর রহমান বলেন, “ঘটনার দিন মাসুদ রানা অফিসেই ছিলেন। দুপুরে আমরা একসাথে খাবারও খেয়েছি। মাসুদ একজন নিষ্ঠাবান কর্মচারী। গত পাঁচ বছরে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

মাসুদ রানা অভিযোগ করেন, “কিছু স্বার্থান্বেষী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। ঘটনার সময় আমি উপস্থিত না থাকলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে মামলার আসামী করা হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়া ও ফেসবুক পেজ ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।”

তিনি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরো পড়ুন

সর্বশেষ