চুয়াডাঙ্গায় সশস্ত্র ডাকাতির শিকার কাপড় বিক্রেতা বাবা-ছেলে, 

আরো পড়ুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার শিবপুর ও মর্তুজাপুর গ্রামের মধ্যবর্তী ফাঁকা মাঠে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে কাপড় বিক্রি করে বাড়ি ফেরার সময় একদল সশস্ত্র ডাকাত ভ্যানযোগে চলা এক বাবা-ছেলেকে আক্রমণ করে।

ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা জিয়ারুল ইসলাম (২২) ও তার বাবা শফি উদ্দিন (৫৫) কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তারা দশমাইল বাজার থেকে কাপড় বিক্রি শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। শিবপুর ও মর্তুজাপুরের মাঝামাঝি এলাকায় বাঁশের ব্যারিকেড দেখে তারা থামলে ভ্যানটি উল্টে যায়। ঠিক তখনই ৬-৭ জনের একটি ডাকাতদল তাদের ঘিরে ফেলে।

ডাকাতরা কিছু বুঝে ওঠার আগেই জিয়ারুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার বাবাকে বেধড়ক মারধর করে। এ সময় তাদের সঙ্গে থাকা প্রায় ৭০-৮০ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।

পথচারীরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, জিয়ারুলের বাঁ হাতে গভীর জখম ও অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল, যা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তবে শফি উদ্দিন বর্তমানে শঙ্কামুক্ত।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলেই ধারণা করা হয়েছিল। ভ্যান উল্টে মালামাল রাস্তায় পড়ে যায় এবং পুলিশ তা হেফাজতে নিয়েছে। তবে ডাকাতির অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আরো পড়ুন

সর্বশেষ