যশোর-চৌগাছা সড়কের আব্দুলপুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের আক্তার হোসেনের খোয়াভাঙ্গা গাড়িটি নুরপুর থেকে মালামাল সরবরাহ শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আব্দুলপুর বাজারে পৌঁছালে হঠাৎ এক পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে থাকা কাঁচা মাল বিক্রির দোকান ‘সিদ্দিকুর রহমান আড়ৎ’-এর মধ্যে ঢুকে পড়ে।
এসময় গাড়িতে থাকা লেবার দোগাছিয়া গ্রামের রফি উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম, চালক আমিনুর রহমান (সাইদুর রহমানের ছেলে), আব্দুলপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে আলী হোসেন এবং একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের মধ্যে চালক আমিনুর ও আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

