অনলাইন জুয়ার এজেন্ট মেহেদি হাসান ঝিনাইদহে গ্রেফতার

আরো পড়ুন

ফিলিপাইন থেকে পরিচালিত একটি অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট মেহেদি হাসানকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। রোববার রাতে সদর উপজেলার মুরারীদহ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জুয়ায় ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, মেহেদি হাসান ‘বাংলাউইন’ নামের একটি অনলাইন জুয়া প্ল্যাটফর্মের হয়ে কাজ করতেন। তিনি দেশের বিভিন্ন এলাকায় এজেন্ট নিয়োগের পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও অন্যান্য ডিজিটাল লেনদেনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে লোকজনকে জুয়ার প্রতি আকৃষ্ট করতেন।

গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়।

আরো পড়ুন

সর্বশেষ