জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি আদায়ে ২৩ জুন থেকে আমরণ অনশন

আরো পড়ুন

জাতীয়করণ হওয়া প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবির বাস্তবায়নে আগামী ২৩ জুন থেকে আমরণ অনশন শুরু করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী। শনিবার (৩১ মে) যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় শিক্ষক সমাবেশে এ ঘোষণা দেন তিনি।

সমাবেশে সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, “২০২০ সালের ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা টাইম স্কেল সংক্রান্ত চিঠি সম্পূর্ণভাবে অবৈধ ও বিভ্রান্তিকর। আমরা এই চিঠি প্রত্যাহারের পাশাপাশি চাকরির ৫০ শতাংশ সময়ের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ এবং বঞ্চিত প্রধান শিক্ষকদের গেজেট প্রকাশের দাবি জানাচ্ছি।”

তিনি আরও জানান, “আগামী ২২ জুন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হবে—পরদিন ২৩ জুন থেকে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে শিক্ষকরা আমরণ অনশনে যাবেন।”

যশোরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় শিক্ষক সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ আজমল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হামিদুল ইসলাম এবং যশোর জেলা কমিটির সমন্বয়ক বি এম কিয়াম উদ্দীন।

প্রসঙ্গত, টাইম স্কেল বাতিল সংক্রান্ত চিঠি প্রত্যাহার, চাকরির জ্যেষ্ঠতা নির্ধারণ এবং প্রধান শিক্ষকদের গেজেট প্রকাশ—এই তিন দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। যশোর থেকে শুরু হওয়া এই আন্দোলন এবার ঢাকায় রূপ নিতে চলেছে আরও বৃহৎ পরিসরে।

আরো পড়ুন

সর্বশেষ