যশোরের সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ও অস্ত্র ফেলে পালিয়েছে একটি সংঘবদ্ধ ডাকাতচক্র। শুক্রবার (৩০ মে) ভোররাত পৌনে ৪টার দিকে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মাজদিয়া কলেজের পাশে এই ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, ডাকাত দলের সদস্যরা খাজুরা-বারোবাজার সড়কের লাউখালী কাদারভাগাড় এলাকায় ডাকাতির জন্য জড়ো হয়েছিল। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দৌড়ে পালিয়ে যায়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত একটি নীল-হলুদ রঙের ফোটন মিনি ট্রাক (মূল্য আনুমানিক ১৪ লাখ টাকা), দুটি ধারালো গাছি দা, একটি হলুদ-কালো কাটার, একটি স্টিলের পাইপ, একটি লোহার রড ও ছয়টি ফিতার তৈরি রশি।
ঘটনার পর অজ্ঞাতপরিচয় ৬-৭ জন ডাকাতের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

