খুলনায় দিনে-দুপুরে গুলি: আওয়ামী লীগ নেতা ফরহাদসহ গুলিবিদ্ধ ৩

আরো পড়ুন

খুলনায় দিনদুপুরে সন্ত্রাসীদের গুলিতে ট্যাংকলরি মালিক সমিতির সাবেক মহাসচিব ও খুলনার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ফরহাদ হোসেনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টার দিকে নগরীর খালিশপুর থানার যমুনা রোডের মালা গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।

আহত ফরহাদ হোসেন বর্তমানে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উত্তর কাশিপুর এলাকার আকমান শেখের ছেলে। গুলিবিদ্ধ অপর দু’জন হলেন ফরহাদ হোসেনের ড্রাইভার মো. মনিরুল ইসলাম এবং ম্যানেজার মো. সোহেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন বিকেলে ফরহাদ হোসেন তার ড্রাইভার ও ম্যানেজারকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে বাসার উদ্দেশে রওনা হন। যমুনা তেল ডিপোর সামনে পৌঁছালে একটি ছোট পিকআপ তাদের গাড়ির পথরোধ করে। পিকআপে থাকা এক ব্যক্তি হঠাৎ শর্টগান বের করে গুলি ছোড়ার চেষ্টা করলে, চালক মনিরুল বিষয়টি বুঝতে পেরে দ্রুত গাড়িটি পেছনে নিতে শুরু করেন।

এ সময় তিনটি মোটরসাইকেলে থাকা ছয়জন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে প্রায় এক কিলোমিটার ধাওয়া করে। গুলির আঘাতে ফরহাদের বাম কানে ও মাথার ডান পাশে ছররা লাগে। ড্রাইভার মনিরুলের বাম হাতে এবং ম্যানেজার সোহেলের পিঠে গুলি বিদ্ধ হয়। পরে চালক মেঘনা এলাকা হয়ে দ্রুত ফরহাদের বাড়িতে পৌঁছান।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হামলাকারীদের মুখে মাস্ক ছিল এবং তারা পূর্বপরিকল্পিতভাবেই হামলায় অংশ নেয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সন্ত্রাসীরা প্রায় ৫-৬ রাউন্ড গুলি চালায়। গাড়ির কাচ ভেদ করে গুলি ফরহাদ ও তার সহকর্মীদের গায়ে লাগে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ