২৫ মে (রোববার) থেকে যশোরে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ভূমি মেলা। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার জানান, ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকাল ৯টায় কালেক্টরেট চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। মেলা চলবে ২৮ মে (বুধবার) পর্যন্ত।
মেলার সময়কালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কালেক্টরেট চত্বরের সেবা বুথ ছাড়াও জেলার সাতটি উপজেলায় (সদর উপজেলা ব্যতীত) ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হবে। এসব সেবার মধ্যে রয়েছে ই-নামজারি, ই-পর্চা, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ আরও নানা সুবিধা।
ভূমি মেলার অংশ হিসেবে ২৭ ও ২৮ মে যশোর সদরের কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় এবং বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনতামূলক সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হবে।
মেলার শেষ দিন ২৮ মে, মঙ্গলবার কালেক্টরেট সভাকক্ষে একটি সেমিনার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

