যশোরের পালবাড়ি মোড়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র আসিফ হোসেন (১৭) নিহত হয়েছেন। তিনি প্রতিবেশী ডাবলুর মরদেহ আনতে যশোর জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এর আগে সকালে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার ব্র্যাক অফিসের পাশে পাওয়া যায় ঝাউদিয়া গ্রামের ইজিবাইক চালক ডাবলুর রক্তাক্ত মরদেহ। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে দুর্বৃত্তরা ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
ডাবলুর মরদেহ নিতে আসছিলেন আসিফসহ কয়েকজন। সেই পথেই ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা। একই দিনে দুটি অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। ঝাউদিয়া গ্রামে একসাথে দুটি কবর খুঁড়তে হচ্ছে

