শহরের মনিহার এলাকার ফলপট্টিতে এক মর্মান্তিক ঘটনায় পালিত ছেলে শেখ শামস (২৪) রাতভর নির্যাতন চালিয়ে দত্তক মা সুলতানা খালেদা খানমকে হত্যা করেন। শনিবার (২৪ মে) সকালে নাস্তা খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন তিনি, যেন কিছুই ঘটেনি।
নিহত খালেদা খানম ছিলেন মৃত শেখ শাহজাহানের স্ত্রী। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ এসে মনিহার এলাকার শামস মার্কেটের দ্বিতীয় তলার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে। এ সময় ঘাতক শেখ শামস বাসাতেই অবস্থান করছিলেন। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন।
স্থানীয় সূত্র জানায়, মাত্র তিন মাস বয়সে খালেদা তাকে দত্তক নেন এবং সেই থেকেই খালেদার সঙ্গে বসবাস করতেন শামস। তার নামেই প্রতিষ্ঠিত ‘শামস মার্কেট’। শনিবার সকালে দোকানপাটে পানি না পেয়ে স্থানীয় দোকানিরা খালেদাকে ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।
নিহতার ভাগ্নে এস এম মাহমুদুল কবীর জানান, শামস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদকের টাকা জোগাড় করতে মাকে প্রায়ই মারধর করতেন। বিষয়টি খালেদা কখনও প্রকাশ করেননি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, খালেদাকে হত্যার পর শামস স্বাভাবিকভাবে নাস্তা করে ঘরে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, পরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। বর্তমানে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

