যশোরে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিশু খাদিজা নিহত ও তার ভাই সজিব আহত হওয়ার ঘটনায় সন্ত্রাসী মুসাকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। শনিবার দুপুরে রেলস্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে থানায় হস্তান্তরের পর আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক মুসা শংকরপুর চাতালের মোড় এলাকার হাফিজুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, গত ১৯ মে সকাল ৮টার দিকে শংকরপুর নুর উন নবীর বস্তিতে দুই শিশু খাদিজা ও তার ভাই সজিব খেলতে গিয়ে একটি লাল রঙের বলসদৃশ্য বস্তু পায়, যা আসলে ছিল একটি ককটেল। ঘরে নিয়ে গেলে সেটি বিস্ফোরিত হয়। এতে দুজনেই গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে খাদিজা মারা যায়।
এ ঘটনায় নিহত খাদিজার মা সুমি খাতুন কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্তে জানা যায়, ককটেলটি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রাখা হয়েছিল এবং ধারণা করা হয় এটি মুসারই। এরপর র্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।

