ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) সকালে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া একটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই মামলায় বলা হয়েছে, তিনি আওয়ামী লীগের পক্ষ নিয়ে আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং অর্থ সহায়তা দিয়েছেন। মামলাটি ভাটারা থানায় রুজু হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, নুসরাত ফারিয়াকে এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। মামলার সাথে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ঘটনার পর ঢালিউড অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। আইনজীবীরা বলছেন, নুসরাত ফারিয়ার মতো তারকার বিরুদ্ধে এমন অভিযোগ শোবিজ অঙ্গনের জন্য হতাশাজনক।

