মোরেলগঞ্জে পারিবারিক বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আরো পড়ুন

  1. বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ডুমুরিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই সুনিল মাতা (৫৮) খুন হয়েছেন। শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বাড়ির সামনেই এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যান বড় ভাই নিখিল মাতা ও তার ছেলে প্রসেনজিৎ মাতা। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুনিল মাতাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই মোরেলগঞ্জ থানার ওসি রাজীব আল রশিদ ঘটনাস্থলে গিয়ে ঘাতক নিখিল মাতাকে গ্রেপ্তার করেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে নিহতের ছেলে সুমন মাতা বাদী হয়ে চাচা নিখিল মাতা ও চাচাতো ভাই প্রসেনজিৎ মাতাকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, পারিবারিক সীমানা বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে সুনিল মাতাকে হত্যা করা হয়েছে। ঘটনার সময় তিনি ছোট ভাই পবিত্র মাতাকে খুঁজে বাড়ি ফিরছিলেন।

নিহতের পরিবার, বিশেষ করে মেয়ে প্রিয়াংকা মাতা, জামাতা শিশির দাস ও পুত্রবধূ স্বর্ণা মৃধা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন।

মোরেলগঞ্জ থানার ওসি রাজীব আল রশিদ বলেন, “সীমানা সংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যকে ধরতে অভিযান চলছে।

আরো পড়ুন

সর্বশেষ