যশোর, ১৭ মে: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৬০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ২০১.৫ কেজি ভায়াগ্রা পাউডার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পক্ষ থেকে শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ মে বেনাপোল বাজার সংলগ্ন রহমান চেম্বারের সামনে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায় বিজিবি।
অভিযানের সময় কয়েকজন চোরাকারবারি একটি ভ্যানে করে চার বস্তা মালামাল নিয়ে আসে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত বস্তাগুলো থেকে ২০১.৫ কেজি ভায়াগ্রা পাউডার জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৬০ লাখ ৪৫ হাজার টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “সীমান্ত এলাকায় মাদক, স্বর্ণ, অস্ত্র, রুপি, ডলার ও হুন্ডিসহ অন্যান্য চোরাচালানি পণ্যের বিরুদ্ধে বিজিবি ধারাবাহিকভাবে বিশেষ গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।”

