রাষ্ট্রদ্রোহের অভিযোগে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বুধবার (১৪ মে) এ মামলা করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী মামলাটি প্রাথমিকভাবে গ্রহণ করে তদন্তের জন্য যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার বাদীপক্ষের আইনজীবী সুদীপ্ত ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের সময় আওয়ামী লীগের ঘনিষ্ঠ ও প্রভাবশালী নেতা ছিলেন। ২০২৪ সালের জুলাই মাসে দেশের আন্দোলনের সময় তৎকালীন সরকারপ্রধান দেশ ত্যাগ করেন এবং রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। কিন্তু আসামিরা নতুন সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে জনমনে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেন।
অভিযোগে আরও বলা হয়, আসামিরা ভুয়া সাম্প্রদায়িক হামলার তথ্য দিয়ে লিফলেট তৈরি ও বিতরণ করেন, বিভিন্ন সমাবেশে উসকানিমূলক বক্তব্য দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমেও সরকারের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারণা চালান। ২০২৪ সালের ১২ আগস্ট থেকে ২০২৫ সালের ১২ এপ্রিল পর্যন্ত তারা এসব কার্যক্রম চালিয়ে গেছেন।
বাদীর দাবি, আসামিদের এ ধরনের কার্যকলাপ দেশের সার্বভৌমত্ব, ঐক্য, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ এবং এটি একটি দেশবিরোধী ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হওয়ায় আদালতের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

