যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এনএফটি বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী আশরাফুন নাহার রুপা স্বামীর বাড়িতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রুপা দীর্ঘদিন ধরে পারিবারিক সহিংসতার শিকার হয়ে আসছিলেন। বিভিন্ন সময় তিনি তার ওপর চালানো নির্যাতনের কথা শিক্ষক ও সহপাঠীদের কাছে প্রকাশ করেছিলেন।
সাম্প্রতিক সময়ে রুপার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছিল না। সর্বশেষ তিনি এক শিক্ষককে জানিয়েছিলেন—“আমার যদি কিছু হয়, সেটি নিছক দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ড।” পরবর্তীতে পাওয়া ভিডিও ও স্থিরচিত্রে স্পষ্ট দেখা যায়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
রুপার বাড়ি যশোরের শার্শা উপজেলার নাভারণে, যেটি যবিপ্রবির ক্যাম্পাসের একেবারে পাশে। সহপাঠীদের অভিযোগ, জীবিত অবস্থায় তার জন্য কিছু করা সম্ভব হয়নি, কিন্তু এখন অন্তত তার হত্যার সুষ্ঠু বিচার যেন নিশ্চিত করা হয়

