যশোরের শার্শা উপজেলা থেকে ৩০টি মামলার পলাতক আসামি আইনাল হোসেনকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক জালিয়াতি ও প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি এক বছরের সাজাপ্রাপ্ত আসামিও ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন এবং এলাকায় নানা প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আইনাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে থানায় ৩০টি মামলা রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলাম। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়েছে।”
গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে আইনালকে আদালতে হাজির করা হয়।

