যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে বৃদ্ধ আহত

আরো পড়ুন

যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর তৈলকূপ গ্রামে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে জাহা বক্স (৬৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। তিনি মৃত ইজ্জতুল্লাহ মোল্লার ছেলে। আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল ১০টার দিকে জাহা বক্স বাড়ির পাশের টিউবওয়েলে হাত-মুখ ধুতে যান। এ সময় টিউবওয়েলের পাশে একটি লাল রঙের জর্দার কৌটা পড়ে থাকতে দেখে কৌতূহলবশত সেটি খুলতে যান। তখনই বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তার বাম হাতের দুইটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আরো পড়ুন

সর্বশেষ