১১ মে ২০২৫ ইং তারিখ, যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি টিম কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) খান মাইদুল ইসলাম রাজীব ও এসআই (নিঃ) বিপ্লব সরকার, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায়।
অভিযানকালে রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে চাঁচড়া রায়পাড়া আলতাবের মোড় এলাকা থেকে মোঃ আব্দুর সাত্তার (৩৫) নামের এক ব্যক্তিকে দুইটি বার্মিজ টিপ চাকুসহ গ্রেফতার করা হয়। জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা:
মোঃ আব্দুর সাত্তার (৩৫)
পিতাঃ মৃত আব্দুল মজিদ
সাংঃ চাঁচড়া রায়পাড়া
থানাঃ কোতয়ালী
জেলাঃ যশোর

